Answered 2 years ago
প্রতিটা মানুষের পারা বা না পারার ক্ষমতা আলাদা। আমার কাছে এবং হয়তো বেশিরভাগ মানুষের কাছেই এভাবে জীবন কাটানো অসম্ভব কিন্তু তা আপনার কাছে সম্ভব হতেই পারে।
আমি আপনার জায়গায় থাকলে পছন্দের মানুষকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতাম না। প্রয়োজন হলে পাত্রপক্ষকে প্রেমিকের সাথে নিজের ছবি বেনামে পাঠিয়ে নিজের বিয়েতে ভাংচি দিতাম। কিন্তু আপনি সেসব কিছু করেননি। পছন্দের মানুষকে যে কোন কারণেই হোক, বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছেন। এতটা সম্ভব হলে হয়তো বাকি জীবন কাটানোও সম্ভব হতে পারে।
এবারে আসা যাক দ্বিতীয় সম্ভাবনাতে যে এভাবে জীবন কাটানো সম্ভব নয়। তাহলে দুটো পথ আছে। এক. বিচ্ছেদের পথে যাওয়া আর দুই. নিজের মনকে মুক্ত করে নিজের স্ত্রীর ভালো দিকগুলো খুজে বের করা, তাকে ভালোবাসার চেষ্টা করা।
প্রথমটি হলে আপনি কি সত্যি লড়াই করে সেটা ঘটাতে পারবেন? আপনার অত জোর থাকলে হয়তো বিয়েটা করতেনই না। তাও ধরে নিলাম আপনি আইনি পথে বিচ্ছেদ চাইলেন, হয়তো স্ত্রী মোটা অংকের খোরপোষ চাইল এবং আদালত অনুমতি দিল। পারবেন সামলাতে? সেই বিধ্বস্ত অর্ধ- রোজগারি আপনার পাশে দাঁড়াতে আপনার প্রাক্তন প্রেমিকা রাজি হবেন তো? আমি হলে তো হতাম না। নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতাম যে যিনি বিয়েটাকে ছেলেখেলা ভাবেন, তার সাথে সম্পর্ক হওয়া থেকে ঈশ্বর আমাকে বাচিঁয়ে দিয়েছেন। যদি মনে হয় এসবের মধ্যে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন, তাহলে তাই করুন।
আর না হলে দ্বিতীয় পথটা চেষ্টা করুন। যদি মনস্থির করেন স্ত্রীকে নিয়ে ঘর করবেন, তাহলে ধীরে ধীরে তাকে নিজের কথাগুলো বলুন। তিনি আপনাকে এর থেকে বের করে আনতে পারবেন বলে মনে হয়।
ভালো থাকুন। নিজের প্রতি সত থাকুন।
sopnil.sopno publisher