Answered 2 years ago
না। প্রাচীন মানে কত প্রাচীন জানতে চাচ্ছেন? দুই হাজার, চার হাজার, দশ হাজার? নাকি এক লক্ষ বছর বার আরও দূর অতীতে? চাইলে প্রাচীন প্রস্তরযুগ পর্যন্ত চলে যেতে পারি, কিন্তু বর্তমানের চেয়ে অধিক বুদ্ধিমান মানুষের অস্তিত্ব থাকার কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাবে না।
আর তার চেয়েও অতীতে গেলে আমরা যাদেরকে পাই, তারা আধুনিক মানবের পূর্বসুরি, বিভিন্ন ধরনের হোমিনিন। তারাও বর্তমান মানবের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল না। কিন্তু মৃতের সৎকার, আহত ও অসুস্থের সেবা এসব মানবিক গুণাবলি তাদের ছিল — অকাট্য প্রমাণ পাওয়া গেছে। উদাহরণ স্বরূপ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার দিনালেদি গুহায় পাওয়া গেছে প্রাচীন হোমিনিনদের মৃতদেহ সৎকারের স্থান। সেখানের জীবাশ্মগুলো দুই থেকে তিন লক্ষ বছরের পুরাতন। তখন আজকের মানুষ হোমো সেপিয়েন্সের অস্তিত্বই ছিল না। কিন্তু আজকের মানুষের মত সেসময়ের হোমিনিনরাও মৃতদের শেষকৃত্য করত। অনেক উদাহরণ দেখানো যাবে যেখানে একজন হাড় ভাঙ্গা ব্যক্তিকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তোলা হয়েছে অথবা অসুখে বা দূর্ঘটনায় বিকলাঙ্গ হয়েও সঙ্গী-সাথীদের সহায়তায় দীর্ঘদিনি বেঁচে থেকেছে এমন ব্যক্তিদেরও দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে।
Deloar Mahmud publisher