প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে ভারতের একজন অখ্যাত প্রতি মন্ত্রী! বিষয়টিকে কিভাবে দেখছেন?

1 Answers   2.4 K

Answered 3 years ago

ভারতীয় হিসেবে বলতে পারি, এটাই ভদ্রতা।এটা প্রটোকল ও বটে।

উল্টে আমার জিজ্ঞাসা এই ধরনের প্রশ্ন করে কোনধরনের রুচির পরিচয় দিলেন?

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই প্রশ্নের মাধ্যমে।

আমি অনেক বার ভেবেছি উত্তর দিই, প্রশ্ন করেছেন। ভেবে পাচ্ছিলাম না কি উত্তর দেব।শব্দনেই, অবাক, নির্বাক, বাঙ্গালী মেয়ের রুচিবোধ দেখে।

জন্মদিনে নেমতন্ন খেতে গেছি, অভ্যার্থনা কর্তা জানালো না কর্তী জানালো সেটা উল্লেখযোগ্য নয়, যেখানে উল্লেখ করা হয় সেখানেই শালীনতার সীমা লঙ্ঘন করা হয়।

প্রশ্ন উঠুক অভ্যার্থনা আন্তরিক ছিল কিনা !

জাস্টিন টুডোর দেশ এ প্রশ্ন উথ্থাপন করেন নি।

এই প্রশ্নে বাংলাদেশের সৌজন্যতা বোধবুদ্ধি ও রুচির পরিচয় দিয়েছে শুধু তাই নয় মানসিক ভাবে কতটা নিম্নগামী তার সাক্ষর রাখে।

বাজার খোলা আছে, যেখানে খুশি যেতে পারেন।

দয়া করে ব্যাবসায়ীদের ব্যাবহার শেখাতে আসবেন না।

Abdul Adi
abduladi
287 Points

Popular Questions