প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা কেন সবসময় কালো চশমা পরেন?

1 Answers   10.4 K

Answered 3 years ago

শুধু প্রধানমন্ত্রী নয়, অনেক ভি, ভি, আই, পি দের ক্ষেত্রেও দেখা যাবে যে নিরাপত্তারক্ষীরা কালো চশমা পড়েন।

এর কারণ,

১। নিরাপত্তারক্ষীরা, নিরাপত্তা রক্ষায় চোখের পাতা না ফেলে, একনাগাড়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন।

কালো চশমা না পড়লে, সরাসরি সূর্যের আলো চোখে পড়ার কারণে বা প্রচন্ড হাওয়া, ধুলোবালি এসবের কারণে একনাগাড়ে তাকিয়ে থাকতে অসুবিধে হবে, নিরাপত্তার কাজটি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২। নিরাপত্তারক্ষীরা কারোর বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছুই অনুমান করার ক্ষমতা রাখেন। তাঁরা কার দিকে তাকাচ্ছেন, কাকে লক্ষ্য করছেন, সেটা যাতে বাইরে থেকে কেউ না বুঝতে পারেন, সেজন্যই চোখে কালো চশমা। মুলত: সম্ভাব্য অপরাধী, আততায়ীদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।

৩। কোনোরূপ অনভিপ্রেত ঘটনা যেমন বোমা ফাটানো, গুলি করা এজাতীয় ঘটনার প্রতিক্রিয়ায় আমাদের খালি চোখ তাৎক্ষনিকভাবে বুজে আসে।

নিরাপত্তা রক্ষীরা কালো চশমা পড়ার কারণে, এ জাতীয় ঘটনার ক্ষেত্রে মুহূর্তের জন্যও তাঁরা চোখের পাতা ফেলেন না এবং পুরো ঘটনাটিকে চোখে ধরে রাখেন। সেটা তদন্তের কাজে সাহায্য করে।


Masrafu mortoza
masrafimortoza
336 Points

Popular Questions