প্রথম ভালোবাসার মানুষকে কেন ধরে রাখতে পারলেন না?

1 Answers   4.9 K

Answered 2 years ago

ধরে রাখতে পারিনি কারণ সে শুধু আমাকেই না সাথে আরও 15-16 জনকে একসাথে ভালবেসেছে।

একটা কথা আছে " যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন, জোর করে বেশিদিন ধরে রাখতে পারবেন না ।

আর যেখানে ভালবাসার শুরুটা মিথ্যে দিয়ে হয়। সেইটা বেশিদিন টিকে না ।

যে ব্যক্তির মা বেচে থাকা স্বত্বেও নির্দ্বিধায় বলে দিতে পারে তার মা মারা গিয়েছে শুধুমাত্র attention পাওয়ার জন্য । সেই ব্যক্তি আমাকেও কোন না কোন সময় মৃত ঘোষণা করতে দ্বিধাবোধ করবে না । ☺

আমি সাথে আরও একটি কথা এখন যোগ করতে চাই ।

আমার সাথে ব্রেকাপের ছয় মাস পরেই ওর বাবা মারা গিয়েছিল। আমি সেইদিনও ওকে বলেছিলাম আসলেই কি কাহিনী সত্যি ? নাকি u just want attention???

কথাটা শুনে অনেক কান্না করেছিল ।। ভেবেছিলাম এইবার মনে হয় ও ভাল হয়ে যাবে। কিন্তু ওইযে কুকুরের লেজ কখনও সোজা হয় না ।

তার লীলা খেলা আরও বাড়তে লাগলো।

Rani
rani
369 Points

Popular Questions