প্রত্যেকদিন মদ্যপান করলে কি মৃত্যু নিশ্চিত? যারা মদ্যপান করেন তাদের আপনি কী উপদেশ দিতে চান?
0
0
1 Answers
7.9 K
0
Answered
2 years ago
মৃত্যু এমনিতেই নিশ্চিত, জীবনে একবারও মদপান না করলেও মৃত্যু নিশ্চিত।
প্রতিদিন মদপান করলে স্বাস্থ্যের অবনতি নিশ্চিত, সেই সূত্র ধরে মৃত্যু ত্বরান্বিত হবে। কাজেই দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য চাইল মদ বর্জন করাই ভাল। মদের অপকারিতা জানতে চাইলে ইন্টারনেটে সামান্য খোজ খবর করলেই পেয়ে যাবেন স্পষ্ট ও প্রাঞ্জল ব্যাখ্যা। যারা জানেন না তাদের জন্য একটা ভিডিও দিচ্ছি।
mrgroot publisher