Answered 2 years ago
এর কোনো সঠিক উত্তর নেই। তবে ডাটা সেভার অপশন চালু করলে কোনো ভিডিও না দেখলে আপনার এমবি খরচ এর পরিমাণ কম হবে। কারণ ভিডিও দেখলে ভিডিও রেজোলিউশন , ভিডিও লেন্থ এর উপর ভিত্তি করে করে এমবি খরচ হয়। আপনি একই ভিডিও বেশি রেজোলিউশন এ দেখলে এমবি এর পরিমাণ বেশি হবে। আর কম রেজোলিউশন এ দেখলে এমবি এর পরিমাণ কম হবে। তাই প্রতি মিনিট ফেসবুক ব্যবহার করলে কত এমবি খরচ হবে তা এক মাত্র আপনার উপরই নির্ভর করে। আর ব্যক্তি বিশেষে তা আলাদা।
Shilpi publisher