প্রতি মিনিট ফেসবুক ব্যবহার করলে কত এমবি খরচ হয়?

1 Answers   7.3 K

Answered 2 years ago

এর কোনো সঠিক উত্তর নেই। তবে ডাটা সেভার অপশন চালু করলে কোনো ভিডিও না দেখলে আপনার এমবি খরচ এর পরিমাণ কম হবে। কারণ ভিডিও দেখলে ভিডিও রেজোলিউশন , ভিডিও লেন্থ এর উপর ভিত্তি করে করে এমবি খরচ হয়। আপনি একই ভিডিও বেশি রেজোলিউশন এ দেখলে এমবি এর পরিমাণ বেশি হবে। আর কম রেজোলিউশন এ দেখলে এমবি এর পরিমাণ কম হবে। তাই প্রতি মিনিট ফেসবুক ব্যবহার করলে কত এমবি খরচ হবে তা এক মাত্র আপনার উপরই নির্ভর করে। আর ব্যক্তি বিশেষে তা আলাদা।


Shilpi
Shilpi
462 Points

Popular Questions