Answered 3 years ago
এমন কোন ওয়েবসাইট আছে কিনা আমার জানা নেই, থাকলেও আমি যদি বেকার বসেও থাকতাম তাও সেখানে কখনই সময় নষ্ট করতাম না। কারন একদিনে যদি এক ঘন্টার কথাও ধরেন তাও মাত্র ২ ডলারের জন্য কোন ওয়েবসাইট ভিসিট করাও ন্যায্য মনে হয়না। এগুলো বাদ দিয়ে, নিজেকে স্কিল্ড করুন, আর তখন নিজের সময় অনেক দামে বিক্রি করতে পারবেন। এখন সব কিছু ওপেন সোর্স গুগল ফ্রি, ইউটিউব ফ্রি একটু কষ্ট করে ইনফরমেশন কালেক্ট করে নিজে নিজেই ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। তাও না পারলে অনেকে ভালো ভালো কোর্স আছে কোন একটা কোর্স করেও শুরু করা যায়। কমপক্ষে রিকশা চালালেও দিনে হাজার টাকা কামাতে পারবেন সেখানে ২ ডলার মানে ১৬০টাকা ডেইলি দিয়ে কি করবেন বলুন তো?
belaluddin publisher