প্রতিদিন উপার্জন করা যায়, এমন কোন সাইট আছে?

1 Answers   1.9 K

Answered 3 years ago

স্মার্টফোনের মাধ্যমে আউটসোর্সিং

স্মার্টফোনের মাধ্যমে আউটসোর্সিং কেন? আমরা যারা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পা রাখি, তখন সবার আগে যে জিনিসটার অভাব বোধ করি সেটা হল টাকা । বাবার কাছ থেকে নেওয়া হাত খরচের টাকা ঠিকভাবে পুষিয়ে উঠতে পারে না অনেকেই । সেজন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করে এই অভাব পূরণ করবার ।

মধ্য বয়সে এসে অনেকের কাছে টাকার এই সমস্যাটি আরো প্রকট আকার ধারণ করে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানদের । বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে যুব সমাজের কাছে অনলাইন থেকে উপার্জন করাটা অত্যন্ত আকর্ষনীয় হয়ে উঠেছে । কিন্তু আমাদের অনেকের কাছেই কম্পিউটার না থাকায় অনলাইনের মাধ্যমে আয়ের এর বিষয়টি অধরাই থেকে যায় ।

বর্তমান প্রযুক্তির অবদান গুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্মার্ট মোবাইল ফোন । অ্যান্ড্রয়েড সফটওয়্যার নির্ভর স্মার্টফোন এখন অনেকটাই কম্পিউটার এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে । মোবাইল ফোন আমরা সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতেও পারি । আমাদের হাতের এই স্মার্টফোন যদি হয়ে ওঠে আমাদের কাছে আয়ের অন্যতম উৎস তাহলে বিষয়টি কেমন হয়?

কিভাবে স্মার্ট ফোনের মাধ্যমে আউটসোর্সিং করবেন?

অনলাইনে ইনকাম করার জন্য অনেক রকমের কাজ আছে । এরমধ্যে মোবাইলের মাধ্যমে সহজে যে কাজটি করা যায় সেটি হল পিটিসি । অর্থাৎ পেইড টু ক্লিক । এর মানে হলো শুধুমাত্র ক্লিক করার জন্যই আপনাকে পে করবে অর্থাৎ অর্থ প্রদান করবে । আর এই কাজটি আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন । সাইন আপ করার পর লগইন করলেই দেখবেন আপনাকে কিছু লিংক দিয়েছে যেখানে ক্লিক করলেই আপনার একাউন্টে অর্থ জমা হবে । ক্লিক ছাড়াও রেফার করলেও আপনাকে কিছু শতাংশ অর্থ দেবে যা আপনার রেফার করা ব্যক্তি উপার্জন করবে । আপনাদের সুবিধার্থে নিচে কিছু সাইটের নাম উল্লেখ করলাম

Dilip Kumar
dilipkumar
300 Points

Popular Questions