পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকে কিভাবে দেখছেন?

1 Answers   3.2 K

Answered 2 years ago

অনেকে ভিক্ষাবৃত্তিকে খুব খারাপ চোখে দেখেন। একেবারে খুনের মতো খারাপ চোখে দেখেন। এটা আসলে ঠিক নয়। শত হলেও ভিক্ষুকরা ছিনতাইকারীর মতো সহিংস হয়ে কারো টাকা নিচ্ছে না।

আমি অবশ্যই ঐ সব ভিক্ষুকদের প্রতি বিরক্ত হই যারা কাছে এসে হাত পাতে। যেন দিতে বাধ্য হই। এই বাধ্য করাটাই খারাপ।

কিন্তু কেউ যদি রাস্তার মোড়ে এমনিতেই অহিংস হয়ে থালা নিয়ে ভিক্ষার জন্যে বসে থাকে। তবে তাকে এতোটা খারাপ বলা উচিত নয়।। কেননা সে আপনাকে ভিক্ষা দিতে বাধ্য করছে না।

দুর্নীতি করা, ব্যবসায়ীরা একচেটিয়া লাভ করতে গিয়ে কাস্টমার ঠকানো, জিম্মি করে অতিরিক্ত বাসভাড়া আদায়, সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানো। এগুলো হলো পাবলিককে অতিরিক্ত পরিশোধ করতে বাধ্য করে।

যা অহিংস যা বাধ্য করে না। তা এতোটা খারাপ নয়। সুতরাং একজন ভিক্ষুক যে কিনা আপনার কোন ক্ষতি করে নি তাকে খারাপ জঘন্য ভেবে লাথি মারতে যাবেন না। এতই যদি লাথি মারার ইচ্ছে হয় তবে যখন কোন ছিনতাইকারী আপনার কাছ থেকে মোবাইল টাকা নেওয়ার জন্যে চাকু ধরবে তখন তাকে লাথি দিয়েন। অসহিংস লোককে কষ্ট বা বাধা দিলে মানুষ অনেকসময় সহিংস হয়ে উঠে।

ধন্যবাদ

Anwoer Islam
Anwoer
353 Points

Popular Questions