পেনড্রাইভে থাকা সব ফাইল ভুলবসত ডিলেট করে ফেললে তা কি আর ফিরিয়ে আনা সম্ভব? সম্ভব হলে উপায়টা কী?

1 Answers   6.4 K

Answered 2 years ago

হ্যা সম্ভব। অনলাইনে অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়। তার মধ্যে আমি পারসোনালি EaseUS Data Recovery Wizard Pro ব্যবহার করেছি। অনলাইনে একটু খোজ করলে পেয়ে যাবেন সফটওয়্যারটি।

সতর্কতাঃ ফাইল ডিলিট হওয়ার পরে ওই পেনড্রাইভে কোন নতুন ফাইল না ঢোকানো ভালো৷ এতে আপনি raw ফাইল সহজে পেয়ে যাবেন। কিন্তু নতুন ফাইল ঢোকালে পুরানো ফাইল রিকভারী হতে সমস্যা হয়। অনেক সময় ফাইল পেলেও তা কোন ব্যবহার উপযোগী থাকে না।


Bristy
Bristy
326 Points

Popular Questions