পৃথিবী যে ঘুরছে সেটা বুঝার জন্য কোন এপস আছে কি?

1 Answers   13.3 K

Answered 3 years ago

সুন্দর একটি প্রশ্ন। পৃথিবী যে ঘুরছে সেটা বোঝার জন্য সুন্দর একটি অ্যাপস আছে। অ্যাপসটি দিয়ে আপনি শুধু পৃথিবীর ঘূর্ণন ই নয়। সৌরজগতের বাকি গ্রহ সহ সূর্য যে গতিশীল সেটাও দেখতে পাবেন এবং মিল্কিওয়ে গ্যালাক্সির সুন্দর একটি ম্যাপ দেখতে পাবেন। এই অ্যাপসটির বৈশিষ্ট্য হলো হলো আপনার এখান থেকে মহাকাশ সম্বন্ধে খুঁটিনাটি সব বিষয় সম্বন্ধে জানতে পারবেন ,

যেমন কোন গ্রহ কতদূর আছে ।এবং বিভিন্ন নক্ষত্র শনাক্ত করতে পারবেন এবং কতদূর পর্যন্ত আছে সেটাও। যদি অ্যাপসটি পেতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে solar system লিখে সার্চ করলে চলে আসবে। এরপর অ্যাপসটি ইন্সটল করুন।


Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions