পৃথিবীর সবথেকে বড় বাহিনী কোনটি?

1 Answers   8.1 K

Answered 2 years ago

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আনসারের সদস্যরা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে মুক্তি বাহিনীতে যোগদান করে। দেশ স্বাধীনের পর আবার বাংলাদেশ আনসার আইন দ্বারা এই বাহিনী যাত্রা শুরু করে।

বর্তমানে আনসার বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করেন।

বর্তমানে আনসার বাহিনীর তিনটি শাখা আছে ১. সাধারণ আনসার। ২. ব্যাটালিয়ন আনসার। ৩. গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) । তাদের সম্মিলিত আঁকার ৬০ লক্ষাধিক যা প্যারা মিলিটারি অথবা একক বাহিনী হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ বাহিনী।

ব্যাটলিয়ন আনসার সেনাবাহিনীর আদলে প্রশিক্ষণ গ্রহণ করে ও সেনাবাহিনীর সঙ্গে একত্রে কাজ করে। গর্ব করার ব্যাপারে আমরা পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনীর মালিক।

আবর্তমানে এই বাহীনির নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনল গার্ড রাখার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।

সূত্রঃ মিলেটারি ডিফেন্স ফোরাম।

Masrafu mortoza
masrafimortoza
336 Points

Popular Questions