পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীর নাম কী?

1 Answers   8 K

Answered 2 years ago

জীব বিজ্ঞানীদের মতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীটির নাম টার্ডিগ্রেড। ১৭৭৩ সালে এই ক্ষুদ্র জীবটি আবিষ্কার করেছিলেন জার্মান জীববিজ্ঞানী জোহান গোয়েজ। ১৭৭৭ সালে প্রাণীটিকে 'টার্ডিগ্রেড' নামটি দিয়েছিলেন ইতালীয় বিজ্ঞানী ল্যাজারো স্পালাঞ্জান। বিজ্ঞানী ল্যাজারো দেখেছিলেন প্রাণীটি অত্যন্ত স্লথগতিতে চলা ফেরা করে তাই ল্যাটিন শব্দ ‘টার্ডিগ্রাডা’ ভেঙে প্রাণীটির নাম দিয়েছিলেন ‘টার্ডিগ্রেড’। ‘টার্ডিগ্রাডা’ শব্দটির অর্থ হলো ‘যে ধীরে ধীরে পা ফেলে’। এছাড়া, দেখতে মোটাসোটা হওয়ার জন্য ‘জলের ভাল্লুক’ নামেও পরিচিত ‘টার্ডিগ্রেড।

Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions