পৃথিবীর সবচেয়ে বড় বড় বিজ্ঞানী পশ্চিমা দেশে কেন?

1 Answers   3.8 K

Answered 3 years ago

অধিকাংশ বিজ্ঞানী পশ্চিমা বিশ্বে জন্মানোর কারণ হচ্ছে

১. তাদের মানষিকতা বিজ্ঞানমুখি এবং তারা বিজ্ঞানে বিশ্বাস করে; আর আমাদের জীবন ব্যবাস্থা ধর্ম্যমুখি। তারা বিজ্ঞান কে বিজ্ঞান আর ধর্মকে ধর্ম মনে করে। আর আমরা ধর্মকে বিজ্ঞান মনে করি। যেমন ধরা যাক আমাদের কাওকে এমন কি বিজ্ঞানের ছাত্রদেরও যদি জিজ্ঞেস করা হয় পৃথিবী কিভাবে সৃস্টি হয়েছে তারা উত্তরে বলবে আল্লাহতালা ছয় দিনে পৃথিবী মহা বিশ্ব সৃস্টি করেছেন। আর ওদের দেশের বাচ্চারা বিভিন্ন থিওরির কথা বলবে।

২. তাদের শিক্ষা ব্যবস্থা uniform আর আমাদের শিক্ষা ব্যবস্থ বহুমুখী। আমাদের শিক্ষা ব্যবস্থা বাবা মায়ের আর্থিক সামর্থ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন, কিন্তু ওদের শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্য নেই।

৩. ওদের বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষনা বাজেট আমাদের চেয়ে অনেক বেশি এবং প্রকৃত গবেষকদের প্রণোদনা দেওয়া হয়।

৪. ওরা সারা বিশ্ব থেকে মেধাবীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ওদের ওখানে কাজের সুযোগ দেয়, আর আমরা মেধাবীদের তাড়িয়ে দেই। এবং কোন মেধাবী লোক এখানে কাজের সুযোগ চাইলেও বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরী করি। যেমন ধরুন একজন বাংলাদেশি Heart Specialist বড় প্রফেসর USA তে থাকছেন। এখন উনি যদি বাংলাদেশে ঢাকা মেডিকেলে শিক্ষকতা করতে চান তাহলে উনাকে হয়তো কোন স্ট্যাটাস না নিয়ে খন্ড কানীল চাকুরীর সুযোগ অনেক কস্ট করে জোগার করতে হবে। কারন BCS সিস্টেমের কারনে উনাকে স্থাযী প্রফেসর হিসেবে নিয়োগ দেয়া যাবে না।

৫. ওদের দেশে কোন গোস্টি ওয়াজ করে মানুষকে বিজ্ঞান বিমুখ করে না। কিন্তু আমাদের দেশে তা করা হয়।

৬. ওরা বিজ্ঞানকে ধর্ম দ্বারা বিচার করেন না অথবা ধর্ম গ্রন্থের মধ্যে বিজ্ঞান খুজে বেড় করেকিন্তু আমরা তা করি।

৭. ওদের বিশ্বাস ও জীবন ব্যবস্থা পার্থিব আর আমাদের বিশ্বাস ও জীবন ব্যবস্থা পারলৌকিক।

Hossain
hossain
243 Points

Popular Questions