পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কী?

1 Answers   11.6 K

Answered 2 years ago

পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আমরা সাধারণত বুঝে থাকি ইউরোপের দেশ ভ্যাটিকেন সিটি। কিন্তু এর চেয়েও ছোট দেশ আছে। শূন্য দশমিক ০২৫ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির বাসিন্দা মাত্র ৫০ জন (২০১৩ সালের পরিসংখ্যান)। দেশটির নিজস্ব পতাকা, পাসপোর্ট, মুদ্রা সবই আছে।

উত্তর মহাসাগরে ব্রিটেনের জলসীমায় সাফোক (Suffolk) উপকূলে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশের নাম প্রিন্সিপ্যালিটি অব সিল্যান্ড।। দেশের রাজধানীও আছে। রাজধানীর নাম এইচএম ফোর্ট রাফস। মুদ্রার নাম সিল্যান্ড ডলার। রাষ্ট্রীয় ওয়েব ঠিকানা Principality of Sealand - Become A Lord Or Lady With Sealand

Anwoer Islam
Anwoer
353 Points

Popular Questions