Answered 3 years ago
বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ অঞ্চল হল গ্রীনল্যান্ড, যার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ০.০৩ জন। এ অঞ্চলটি ডেনমার্কের অন্তর্গত এবং ৪৫০০ বছরেরও বেশি সময় ধরে এখানে মানুষ বসবাস করছে। গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশই বরফে ঢাকা (৮০ শতাংশ)। গ্রীনল্যান্ডের আয়তন প্রায় ২১৬৬০৮৬ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৫৬০০০।
অপরদিকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলো মোনাকো। এর আয়তন প্রায় ২ বর্গ কিলোমিটার। ২০১৯ সালের তথ্য মতে দেশটিতে প্রায় ২৬১৫০ জন বাস করে। জনসংখ্যার ঘনত্ব প্রায় ১৩০০০!!! এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটি ভূমধ্যসাগরে অবস্থিত।
deb05485 publisher