পৃথিবীর শেষ জায়গার নাম কী? পৃথিবীর শেষ প্রান্ত বলে কিছু আছে কি?

1 Answers   5.9 K

Answered 3 years ago

পৃথিবীর শেষ জায়গা কোথায় তা বলার আগে পৃথিবী সম্পর্কে কিছু তথ্য দিয়ে নেই।

পৃথিবী সূর্যের তৃতীয় বৃহত্তম গ্রহ যার আয়তন ৫১০,১০০,৪২২ বর্গ কিলোমিটার।পূর্ব-পশ্চিমে এর ব্যাস ১২,৭৫২ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে ১২,৭০৯ কিলোমিটার।

এবার আসি মূল কথায়,পৃথিবীর শেষ প্রান্ত বলে কিছু আছে নাকি নেই।কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা যাক।আপনি একটি গোলাকার বস্তুটিকে আপনার হাতে নিয়ে একবার ভাল করে দেখুন।গোলাকার সেই বস্তুর কোথায় শুরু বা শেষ হয়েছে বের করতে পেরেছেন কি?যদি পেয়ে থাকেন তবে আপনাকে অভিনন্দন আর যদি না পেয়ে থাকেন তবে নেখান থেকেই পৃথিবীর বিষয়টা একটু বুঝার চেষ্টা করি।পৃথিবীর বিষয়টাও ঠিক এমনি।পৃথিবী যেহেতু গোলাকার তাই আপনার দেখা ঐ বস্তুর মতো এরও নির্দিষ্ট করে প্রান্ত খুঁজে বের করা সম্ভব নয়।কারণ গোলাকার বস্তুর শেষ প্রান্ত খুঁজে বের করা যায় না।যার কারণে পৃথিবীর কোথায় শুরু বা কোথায় শেষ তাও বুঝা যাবে না।তাই আপনি পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে নিশ্চিত জানতে পারবেন না।

আবার একটা মজার উদাহরণ দেই।ধরুণ,আপনি একটা ফুটবলের উপর একটা পিঁপড়া রেখে তাকে বললেন এই ফুটবলের শেষ প্রান্ত খুঁজে বের করতে।পিঁপড়াটা কি কখনো এই প্রান্ত খুঁজে বের করতে পারবে?কখনো না,কারণ একদিকে আমাদের পৃথিবীটা গোলাকার অন্যদিকে আমাদের স্পেসটাও অদ্ভুদভাবে বাঁকানো বা মোচড়ানো।আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র সামন্ঞ্জস্য করে আমরা তাই বুঝতে পারি।যার কারণে আমরা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারি না। আর এই বিষয়টা আমরা সঠিকভাবে কল্পনা করতে পারি না।এই মহাবিশ্ব বিশাল এবং নিরন্তর প্রসারিত হচ্ছে।বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী স্টেফেব ওয়াইন বারগের ভাষায়,সৌরজগত বা তারকালোকগুলো প্রসারিত হচ্ছে না,বা স্পেস নিজেও প্রসারিত হচ্ছে না।বরং তারকালোকগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।মহাবিশ্ব একি সঙ্গে বাউন্টলেস কিন্তু ফাইনাইট।

মহাবিশ্বের বক্রতা নিয়ে আমরা একটা উদাহরণ দেখতে পারি।মনে করি,একজন লোক সমতল কোনো জায়গায় বাস করে।তাকে যদি পৃথিবীর উপর এনে সোজা হেঁটে শেষ প্রান্তে যেতে বলি তাহলে সেই লোক কি কখনো শেষ প্রান্তে যেতে পারবে।না,বরং তিনি আবার তার আগের অবস্থায় ফিরে আসবে।ফলে তিরি দ্বিধাগ্রস্ত হবেন।আমরা হচ্ছি আরো উঁচু মাত্রার মহাবিশ্বের সেই সমতল ভূমির দ্বিধাগ্রস্থ সেই লোকটির মতো।আমাদের জন্য পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই।আমরা কখনোই বলতে পারব না পৃথিবীর শেষ কোথায় বা শুরুই বা কোথায় থেকে।আলো তার সর্বোচ্চ গতি দিয়ে যতটুকু যেতে পেরে এই মহাবিশ্বকে আলোকিত করে রেখেছে আমরা শুধু ততটুকুই দেখতে পাই।আমাদের আলোকিত সেই দৃষ্টিসীমার মধ্যে পৃথিবীর শেষ আছে।কিন্তু যা দেখতে পাই না তার কি কোনো শেষ আছে?হয়ত নেই।এ বিষয়ে আমরা বলতে পারি না।

একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন এই পৃথিবীর শেষ বা শুরু কোথায়।হয়ত তিনি আমাদের কাছ থেকে এটা আড়াল করে রেখেছেন যেন আমরা আমাদের মেধার সর্বোচ্চ দিয়ে তার উত্তর খুঁজে পেতে পারি।

Moushumi Hamid
Moushumi Hamid
530 Points

Popular Questions