Answered 2 years ago
পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু ও দক্ষিণ মেরুর চৌম্বক ভিন্ন ভিন্ন কারণে কেন:
১. উত্তর মেরুতে কোনো ভূমি নেই অতঃপর সেখানে সমুদ্র অনেক বড় হয়। সে কারণে সেখানকার চৌম্বক তলাভূমির চেয়ে অনেক বেশি উন্নত।
২. দক্ষিণ মেরুতে অনেক কম সমুদ্র রয়েছে এবং অনেক বড় কন্টিনেন্ট। সে কারণে সেখানকার চৌম্বক তলাভূমির চেয়ে নিম্নমুখী।
৩. উত্তর মেরুতে ইসোস্ট্যাটিক ক্রাস্ট রয়েছে যা সেখানকার চৌম্বক উন্নত করে।
দক্ষিণ মেরুতে ডায়াস্ট্রোফিক ক্রাস্ট বেশি।
সুতরাং, এই কারণেই পৃথিবীর উত্তর মেরুর চৌম্বক সবচেয়ে বেশি উন্নত আর দক্ষিণ মেরুর চৌম্বক সবচেয়ে কম উন্নত।
rajibul publisher