পৃথিবীর কোন অঞ্চলগুলোতে ভ্রমণ করা খুবই বিপদজনক?

1 Answers   7.3 K

Answered 3 years ago

নর্থ কোরিয়া - প্রথমত কমিউনিস্ট স্টেইট, কোনো বিদেশী এই দেশে প্রবেশ করার সাথে সরকারি লোকজন তার পদক্ষেপ থেকে শুরু হোটেল রুম, মোবাইল-টেলিফোন সবই প্রতিনিয়ত মনিটরিংং করে। ট্যুর গাইড ছাড়া এই দেশে ভ্রমণ করার উপায় নেই, শুনেছি পৌঁছানোর সাথে সাথে সিকিউরিটি কারণবশত ট্যুর গাইডরা পাসপোর্ট নিয়ে নেয়। সাসপেশিয়াস কিছু পেলেই সোজা জেলখানা।


যুদ্ধবিধ্বস্ত দেশগুলো, যেমন সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, ইরাক - যেকোনো সময় বোম্ব ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে সিরিয়াতে বাশার আল আসাদ সাপোর্টাররা ডিরেক্ট ক্রসফায়ার করে।


আফগানিস্তানে সব এলাকা নিরাপদ নয়, কিছুকিছু এলাকা তালিবান, আল কায়েদা ও ইসলামিক জিহাদ ইউনিয়নের দখলে, যার কারণে আফগানিস্তানে অস্থিতিশীলতা বিরাজমান। যাওয়ার আগে এই দেশের পরিস্থিতি সম্পর্কে একটু পড়াশুনা করে প্ল্যান করাটাই উত্তম।


ইরাক- বিদেশীদের জন্য এই দেশ ভ্রমণ মোটেও নিরাপদ নয়। অনেকে বলে, কলম্বিয়া এবং হাইতি- এই দুই দেশের চেয়ে ইরাকই নাকি বেশি নিরাপদ। কলম্বিয়া খুবই সুন্দর একটি দেশ। যাওয়ার আগে কিছু ধারণা ও লিস্ট করে যাওয়াই ভালো।


সোমালিয়া - এক তো জলদুস্যু দুর্গ তার উপর পৃথিবীর চরমতম বিশৃঙ্খল একটি দেশ। যুদ্ধবাজ লোকজন, অপহরণকারী, ধর্মীয় গোঁড়ামিতে ভরপুর। এদেশের লোকজন নাকি খুবই ক্রুদ্ধস্বভাবের। খাবারের দাম অনেক বেশি। সাজেশন - বাকেটলিস্ট থেকে বাদ দিন।


পাকিস্তানের কিছুকিছু জায়গা, যেমন আফগানিস্তান বর্ডার, যেকোনো সময়, বোম্ব!!!


কঙ্গো - এদেশে কোনো আইন নেই, অনিয়ম আর দ্বন্দ্বকারীর অভাব নেই, কোনো বিচার নেই। না যাওয়াই ভালো।


সাউথ সুদান- ক্রসফায়ারে ট্র‍্যাপড হওয়ার সম্ভাবনা অনেক এইখানে,কারণ এই দেশে রাহাজানির যেমন শেষ নেই, তেমনি সাধারণ জনগণের মধ্যে কোনো কন্ট্রোল নেই। অনিরাপদ!


গিনি- মোড়ে মোড়ে ক্রিমিনাল গ্যাং, আর প্রতিনিয়ত মারকাট। জীবনের ঝুঁকি নিয়ে কেনই বা যাবেন?

নাইজেরিয়া - মুসলিম - খ্রিষ্টান বিদ্বেষ থাকলেও আগে থেকে একটু ইন্টারনেট ঘেটে তারপর প্ল্যান করলে হয়ত নিরাপত্তার কথা ভাবা যাবে। কারণ এদেশেও অপরাধ, যুদ্ধ, জাতি সংঘাতজনিত সমস্যার শেষ নেই। আমার কিছু ফ্রেন্ডস বলেছে, তাদের কাছে নাইজেরিয়াকে শান্তিপূর্ণ মনে হয়েছে।

ভেনেজুয়েলা- কিডন্যাপ হতে না চাইলে, আমার মতে না যাওয়াই উত্তম। অপরাধ, অশান্তি, কারজ্যাকিং, ডাকাতি, হত্যা র শেষ নেই। পলিটিক্যাল ইস্যু তো আছেই।

ব্রাজিল - সুন্দর দেশ, সাবধানতার মাইর নেই। কারণ, একবার আমার এক ব্রাজিলিয়ান ক্লাসমেট বলছিলো, তার পরিচিত এক মেয়ে নাকি দিনদুপুরে ট্যাক্সি ডাকা নিয়ে বিতর্কে একবারে ডাইরেক্ট শট!

ম্যাক্সিকো- অনেকে মনে করে এই দেশে ভ্রমণ নিরাপদ নয়। যেকোনো সময় পকেটপিকিং, কিডন্যাপিং হতে পারে। তবে আমার কাছে ভালো লেগেছে। যদিও সাথে লোকাল ফ্রেন্ডস ছিলো।


Rayhan Rafi
rayhanrafi
344 Points

Popular Questions