পৃথিবীর অভ্যন্তরে ঠিক কতটুকু গর্ত খুঁড়লে এর ঘূর্ণন গতি অনুভব করা সম্ভব হবে?

1 Answers   3.2 K

Answered 3 years ago

পৃথিবীর ঘূর্ণন গতি অনুভবের জন্য এর গভীরে গর্তের কোনো দরকার নেই। আপনি পৃথিবীর পৃষ্ঠেই সহজ উপায়ে এটা অনুভব করতে পারেন

  • আপনি প্রথমে লাঠি নিন, খুব বড় নয়।
  • মাটিতে পুতে রাখুন, আর ছায়া দেখুন।
  • ১৫ মিনিট অপেক্ষা করুন।
  • দেখবেন লাঠির ছায়া আগের অবস্থানে নেই!

কারণ, পৃথিবীর ঘূর্ণন। পৃথিবী প্রতি ১৫ মিনিটে ১ ডিগ্রী ঘুরে যায়। তাই সূর্যের অবস্থান পরিবর্তন হয়। এ কারণে ছায়ার অবস্থানও বদলে যায়।

চাইলে লাঠির পরিবর্তে আপনি নিজে সূর্যের নিচে দাঁড়িয়ে নিজের ছায়ার অবস্থানের পরিবর্তন দেখে ঘুর্ণন অনুভব করতে পারেন।

এ ছায়ার পরিবর্তন ব্যবহার করে দিক এবং সময় নির্ণয় করা যায়।


Romzan Reza
romzanreza
535 Points

Popular Questions