"পৃথিবীতে যে পরিমাণ সোনা আছে, তা দিয়ে যদি সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হয়", তাহলে বিশ্ব বাজারে স্বর্ণের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?

1 Answers   2.5 K

Answered 3 years ago

পানিতে অক্সিজেন আছে কিন্তু আমরা পানিতে শ্বাস নিতে পারি না কেন?

উত্তরটি খুবই সহজ, আমাদের ফুসফুস পানি থেকে অক্সিজেন নিতে পারেনা।

ভূগর্ভে এত পরিমান সোনা থাকতেই পারে তবে সেটা বের করে আনা যায় না।যতটুকু পাওয়া যায় তা চাহিদার চেয়ে অনেক কম। তাই স্বর্ণের দাম দিনদিন বাড়ছে।


Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions