Answered 3 years ago
পৃথিবীতে দুইটাই উপস্থিত। উপস্থিত আছে বলেই রাত ও দিন নামে দুইটি ধারণার আগমন হয়েছে। পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এর এক পাশ সূর্যের দিকে মুখ করে, তখন সেই অংশকে দিন বলে, আর সূর্যের দিকে যে অংশ মুখ করে থাকে না সেই অংশকে রাত বলে মানুষ। মহাশূন্যে অবশ্য রাত-দিন বলে কিছু নেই। নক্ষত্রের আশেপাশে থাকলে উজ্জ্বল আলো পাবেন, আর দূরে থাকলে আলোর ঔজ্জ্বল্য কম হবে।
karshedahmed publisher