পুলিশ বাড়িতে এসে যদি কারো ওপর হাত তোলেন, সেইক্ষেত্রে করণীয় কী?

1 Answers   11.5 K

Answered 2 years ago

পুলিশ রেগুলেশান এ্যাক্ট এর কোথাও এমন বিধান নাই,যার বলে পুলিশ অযথাই কারো বাড়ি গিয়ে গায়ে হাত তুলবেন।এমন ঘটলে প্রথমেই ঘটনার সাক্ষী বা প্রমান রাখার চেষ্টা করুন। এর পরে এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করুন। এবংং অভিযোগের কপিটি সংগ্রহে রাখুন। সেখানে সমুচিত বিচার না পেলে পর্যায়ক্রমে আইজিপি পর্যন্ত যাবার ব্যাবস্থা রয়েছে,তাছাড়া ব্যাক্তি পুলিশের নাম উল্লেখ করে কোর্টে মামলা করবার পথ তো রয়েইছে সংবিধানে।

Noyon Khan
noyonkhan
287 Points

Popular Questions