পুলিশের স্থানীয় থানাগুলিতে কি উন্নত আইসিটি ডিভাইস (ট্র্যাকিং ডিভাইস/সাইবার ল্যাব) আছে, নাকি থানাগুলি পুলিশ সদর দপ্তরের সাহায্য নেয় ফোন নম্বর ট্র্যাকিং-এর জন্য?

1 Answers   3.8 K

Answered 3 years ago

পুলিশের ইন্টারনাল তথ্যগুলো পাবলিকলি না বলাই ভাল! ৯৯% এমেরিকান মনে করেন পুলিশ সব সময়ই প্লেন ক্লথে ক্যামোফ্লেজ করে আছে। চারিদিকেই নাকি হাজার হাজার ক্যামেরা লাগানো। এজন্য তারা হুট হাট বা প্রকাশ্যে যে কোন অপরাধ করা থেকে সাধারণত বিরত থাকে। আদৌতে এত পুলিশও নাই আর এত ক্যামেরাও থাকেনা। অন্যদিকে পাবলিক খেপলে আবার কাউরে ডরায় না। যেমন এক ব্লাক সিটিজেন, পুলিশের হাতে মারা যাওয়ার পর সারা এমেরিকা জনরোষে এখন উত্তাল। আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন তা বাংলাদেশ পুলিশের এখন বা হাতের খেল্। এটুকুই জেনে রাখুন। ধন্যবাদ!


Rashidul islam
rashidulislam
390 Points

Popular Questions