পুলিশের ওসির ক্ষমতা আর সরকার দলীয় নেতার ক্ষমতার পার্থক্য কি?

1 Answers   6.5 K

Answered 2 years ago

সম্পর্কিত পুলিশ সুপার বনাম এমপি, কে ক্ষমতার দিক থেকে এগিয়ে? সংসদীয় গণতন্ত্রে একজন সংসদ সদস্য(এমপি) রাষ্ট্রের আইন প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী এমপিরা সচিবদেরও ওপরে। দেশের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সিদ্ধান্ত ও কাজ হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে। প্রশাসনের অনির্বাচিত কর্মচারীরা সেটা বাস্তবায়ন করবেন। যার যার পদমর্যাদা সুনির্দিষ্ট করা আছে, যা সবারই মেনে চলা উচিত। এমপিরা জনপ্রতিনিধি, আইন সভার সদস্য। তারা যতদিন পদে আছেন, তাদের সেই মর্যাদা দিতে হবে। আবার পুলিশ সুপার,সচিব বা আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাদের গুরুত্বও অপরিসীম। কেউ কারও প্রতিদ্বন্দ্বী বা শত্রু নয়। সবাই জনগণের সেবক।
Rehena Khatun
renurekhena
411 Points

Popular Questions