পিসিতে অ্যান্ড্রয়েড এমুলেটর ছাড়া সব ধরনের অ্যাপ ইনস্টল করার কি কোনও পদ্ধতি আছে?

1 Answers   13.5 K

Answered 3 years ago

একটি অ্যাপ, একটি প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট করে বানানো হয়, সো সেটা অন্য প্ল্যাটফর্মে চলার কোনো সুযোগ নেই। অন্য প্লাটফর্মে চালাতে অ্যাপটি ঐ প্ল্যাটফর্মের জন্য পোর্ট/কম্প্যাটিবল করে নিতে হবে।

যদি আপনার কাংখিত অ্যাপসের ওয়েব বা ডেস্কটপ ভার্শন থাকে(for example: evernote), তবে পিসিতে ঐ অ্যাপের ডেস্কটপ ভার্শন ইন্সটল করে নিলেই হল।

আরেকটা সল্যুশন হতে পারে 'Your Phone'. Microsoft অনেকদিন ধরেই এই প্রোগ্রামটি নিয়ে কাজ করছে এবং এটি এখনো প্রোটোটাইপ অবস্থায় আছে; অর্থাৎ সবার ব্যবহারের জন্য পুরোপুরিভাবে রিলিজ হয়নি।

প্রাথমিকভাবে স্যামসাং এর ফোনগুলো উইন্ডোজের Your Phone দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে। প্লে স্টোর থেকে Your Phone ইনস্টল দিয়ে পিসিতে কানেক্ট করে দেখতে পারেন আপনার ডিভাইসে চলে কিনা; ইউটিউবে এটা নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন।

আশা করা যায় অদূর ভবিষ্যতে সব অ্যাপই সব প্ল্যাটফর্মের জন্য পোর্টেবল বা ইউনিফাইড করে বানানো হবে, যাতে সব সিস্টেমেই সব অ্যাপ সমান ভাবে চালানো যাবে।


Rofik Ahmed
rofiqahmed
301 Points

Popular Questions