পাসপোর্ট, ভিসা ছাড়া কিভাবে বাংলাদেশ থেকে ভারত যেতে পারি?

1 Answers   14.2 K

Answered 2 years ago

পাসপোর্ট, ভিসা ছাড়া যাওয়া যে রিস্ক ও কষ্ট তার চেয়ে পাসপোর্ট, ভিসা নিয়ে যাওয়া অনেক সহজ। ৮২৪ টাকা প্রসেসিং ফি দিয়ে আপনি ভারতের ভিসা পেয়ে যাবেন। এত সহজ দিক ছেড়ে কঠিন পথে কেন যেতে চান এটা আমার বোধগম্য নয়। যদি ইউরোপের কথা বলতেন তবে একটা কথা ছিল। মনে রাখবেন পালিয়ে গেলে আবার পালিয়ে আসতে হবে। সেটা আরও কঠিন।

Anika
Anika
297 Points

Popular Questions