Answered 2 years ago
Parts of speech বা পদ: এটি একটি শব্দ বা Word. কিন্তু এটি কোন না কোন বাক্যে ব্যবহৃত হয়। স্বতন্ত্র শব্দকে পদ বলেনা। যেমন : রহিম, করিম, সালাম , জব্বার , ঢাকা ইত্যাদি শব্দ গুলি কিন্তু পদ নয়। কিন্তু এই শব্দগুলি যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তাহলে এদেরকে বলা হবে পদ বা Parts of speech . যেমন:
ঢাকা বড় শহর। এই বাক্যে ঢাকা একটি পদ।
সালাম প্রতিদিন সকালে ব্যায়াম করে। এই বাক্যে সালাম একটি পদ বা Parts of speech
ইংরেজি ভাষায় Parts of speech বা পদকে ৮ ভাগে ভাগ করা হয়।
1.Noun 2. Pronoun 3. Adjective 4. Verb 5. Adverb 6. Preposition 7. conjunction ও 8. Interjection.
প্রত্যেকটি পদকে বিস্তারিত শিখার প্রয়োজন রয়েছে।
Noun চিনার উপায কি ?
ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা সবগুলোই শিখে যাব। প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
Anika publisher