পানি খাওয়ার কতক্ষণ পর প্রস্রাব লাগা স্বাভাবিক? পানি খাওয়ার ৩০-৬০ মিনিটের মাঝে আমার প্রস্রাবে যেতে হয়। এটা কি স্বাভাবিক?

1 Answers   14.5 K

Answered 2 years ago

1 litre পানি যদি এক বারে পান করেন তবে 30 minutes এ প্রস্রাব এবং আবার 15 minutes পর প্রস্রাব স্বাভাবিক।

কিন্তু যদি অল্প পানি পান করে বার বার প্রস্রাব হয় এবং প্রস্বাব ক্লিয়ার হয় তবে আপনার over active bladder হয়ে থাকতে পারে।

এক্ষেত্রে একজন doctor এর পরামর্শ নিন।

Liza Khatun
liza
408 Points

Popular Questions