Answered 2 years ago
আর্থিক সংকটগ্রস্ত পাকিস্তান আমেরিকায় তাদের দূতাবাসের অংশ বিক্রির চেষ্টায় নিলাম ডেকেছে। কেনার 'অফার' দিলেন এক ভারতীয় তবে নিলামে একটি ইহুদি গোষ্ঠী সবচেয়ে বেশি দাম হাঁকিয়েছে। তারা ৬.৮ মিলিয়ন মার্কিন ডলার দিতে প্রস্তুত। জানা গিয়েছে, বিল্ডিংয়ের ভিতরে ইহুদিরা একটি উপাসনালয় গড়তে চান।
ওদিকে তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তান থেকে আসা ত্রাণ সামগ্রী খুলতে গিয়ে হতবাক হয়ে গিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ। কারণ তা আসলে গত বছর বন্যার সময় পাকিস্তানে তুরস্কেরই পাঠানো ত্রাণসামগ্রী। সেগুলিই নতুন বাক্সে ভরে ফিরত পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে।
অনেকেই উপহাস করে বলছেন, ত্রাণ সামগ্রীকে পাকিস্তান সরকার ‘বিয়ে উপহার’ ভেবেছে? বিয়ের সময় চায়ের কাপের সেটের মতো কিছু উপহার একাধিক ব্যক্তি দিয়ে থাকেন। অনেকে পরবর্তী সময়ে সেই উপহারই রঙিন কাগজে মুড়ে অন্য বিয়েবাড়ি উপহার দিয়ে থাকেন।
মাত্র ৩ সপ্তাহের আমদানি মেটানোর মত রিজার্ভ থাকায় দিনে দিনে গভীর হচ্ছে পাকিস্তানের আর্থিক সংকট। সদ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, তাঁদের দেশ কার্যত দেউলিয়া হওয়ার পথে। আর এই পরিস্থিতির জন্য, সেদেশের আমলাতন্ত্র থেকে প্রতিষ্ঠান, রাজনীতিবিদদের কাঠগড়ায় দাঁড় করান তিনি।
মুডি অ্যানালিটিক্সের রিপোর্ট বলছে, বছরের প্রথমার্ধের জন্য পাকিস্তানের মুদ্রাস্ফীতি গড়ে ৩৩ শতাংশ হতে পারে। অর্থনীতিবিদ ক্যাটরিনা এল বলছেন, শুধুমাত্র আইএমএফের সাহায্য দিয়েই পাকিস্তানের করুণ পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়।
আর্থিক দৈনতায় বিধ্বস্ত পাকিস্তানে মৌলবাদী গোষ্ঠীর এই বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত লেখিকা তাসলিমা নাসরিন। করাচিত হামলার পরই টুইটে তসলিমা লিখেছেন, “আইসিস-কে দরকার নেই। পাকিস্তানে সন্ত্রাস চালাতে তালিবান যথেষ্ট দক্ষ। আমি অবাক হব যদি কোনও দিন পাকিস্তানের দখল তালিবানের হাতে চলে যায়।”
Rubayat publisher