পশ্চিমবঙ্গের পুলিশের পোশাক সাদা কেন? যেখানে ভারতের সব পুলিশের পোশাক খাকি রঙের হয়?

1 Answers   2.8 K

Answered 3 years ago

এটা আপনার ভুল ধারণা। ভারতবর্ষের সকল পুলিশের পোশাক - ই খাকি পোশাক হয়।(এর মধ্যেও কিছু ব্যতিক্রম আছে)

এবার আসি আপনার প্রশ্নে -

কেবলমাত্র কলকাতা পুলিশ রা সাদা পোশাক পড়েন। কলকাতা যেহেতু পশ্চিমবঙ্গের রাজধানী এলাকা,এই কারণে রাজধানীর যান চলাচল এবং ভেতরকার সমস্যা সমাধানের জন্য আলাদা পুলিশ ফোর্স নিয়োগ করা হয়। এই সমস্ত পুলিশরা সাদা পোশাক পরেন। এদেরকে আমরা কলকাতা পুলিশ বলে থাকি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ নামেও একটি পুলিশ বাহিনী আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোশাক খাকি পোশাক। এই সমস্ত পুলিশরা কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা করে। এই কারণেই পশ্চিমবঙ্গের রাজধানী এলাকা অর্থাৎ কলকাতা শহরে দুই ধরনের পুলিশ দেখা যায়। এদের মধ্যে বেশিরভাগ পুলিশ হলো (সাদা পোশাকধারী) কলকাতা পুলিশ। আর বাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ।

এছাড়াও যদি আরেকটু পরিষ্কার করে বলতে যাই, তবে বলা যায় কলকাতা পুলিশের (সাদা পোশাকধারী পুলিশের) আসল কাজ হলো কলকাতার ট্রাফিক ব্যবস্থা কে নিয়ন্ত্রন করা।হঠাৎ কলকাতার বেশিরভাগ সাদা পোশাক পরা পুলিশ ট্রাফিক পুলিশ হন। তাদের এটাই মূল কাজ।এছাড়াও আরো অন্যান্য কাজও (সাদা পোশাক পরা )কলকাতা পুলিশ করে থাকে।

কলকাতা পুলিশের ক্ষমতা কেবলমাত্র কলকাতা শহরের মধ্যেই সীমাবদ্ধ। যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষমতা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ।

আশাকরি প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছি। ধন্যবাদ।


Afia Islam
afiaislam
356 Points

Popular Questions