Answered 3 years ago
কিছুদিন আগের কথা। থ্রি হান্ড্রেড (300) সিনেমাটি ফ্যামিলির সদস্যদের নিয়ে দেখতেছিলাম। এখানে বেশ কয়েকটি দৃশ্য আছে যা পরিবারের কিশোর ছেলে মেয়ের সঙ্গে দেখা সম্ভব না। দৃশ্যটি আসার আগেই ছেলে উঠে চলে গেল। বরং ওই আমাকে বিব্রত করতে চায়নি।
আমিও এখন খুবই সাবধানী। আমি চাই ছেলেমেয়েদের প্রচুর সময় দিতে। তাদের সঙ্গে কফি খেতে খেতে সিনেমা দেখার মুহূর্তটা খুবই মজাদার।
তাই আগে সিনেমাটা দেখে নেই। টাইম গুলো হিসাব করে রাখি। তারপর সেইমতো টেনে দেই।
একজন অফিসের কর্মকর্তা হিসেবে, সহকর্মীদের সঙ্গেও সিনেমা দেখি। এক্ষেত্রে আগেই ডিসক্লেইমার দিয়ে দেই এই জায়গায় একটু দৃশ্য বিব্রতকর হতে পারে।
এক সময় এক সিনেমা হলের মালিকের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। সেই 2000 সালের দিকের কথা বলছি। নতুন ছবি সিনেমা হলে আসলেই ডাক পড়তো সিনেমা দেখার জন্য। তারপর মালিকের সঙ্গে রাত বারোটা হতে সিনেমা দেখতাম। তারপর সব ঠিকঠাক রেখে সেই সিনেমা অনুমোদিত হতো। সিনেমা হলের মালিক অবশ্য বিশাল এক পীরের মুরিদ ছিলেন, তাই আপত্তিকর দৃশ্য ব্যাপারে জিরো টলারেন্স রাখতেন।
admin publisher