পরমাণু অস্ত্র ব্যবহার করা ছাড়া কি তৃতীয় বিশযুদ্ধ করা যেতে পারে? অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই কি পরমাণু অস্ত্রের ব্যবহার?

1 Answers   2.6 K

Answered 3 years ago

না তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই যে পরমানু যুদ্ধ হতে হবে তার কোন মানে নেই । তবে আধুনিক কালে দুটি বা তার বেশী পরমানু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ লাগলে প্রথমে প্রথাগত যুদ্ধই শুরু হবে । এই যুদ্ধে শেষ পর্য্যন্ত একটি শক্তি যদি হারতে শুরু করে এমন ভাবে যে বিপক্ষ শক্তি তাকে ক্রমাগত আক্রমন করে সীমানা পেরিয়ে নিজের দেশের অভ্যন্তরে পিছু হটাতে হটাতে এমন একটা জায়গায় নিয়ে আসে যে তার কাছে নিজের জনগণের জীবন ও সরকারের অস্তিত্ব বিপন্ন মনে হয় তবেই সে মরিয়া হয়ে পরমানু অস্ত্র প্রয়োগ করবে এবং করবেই । তাই বিবদমান দুটি পরমানু শক্তিধর দেশের কখনও কারও সীমান্ত অতিক্রম করে আক্রমন এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। যুদ্ধ সীমান্তেই সীমাবদ্ধ রাখা উচিত ৷ আর অসামরিক এলাকায় তো আক্রমন কখনই উচিত নয় যদি সত্যিই পরমানু যুদ্ধ আটকাতে হয় । এই কারনে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় বিশ্বের তাবৎ বৃহৎ শক্তিগুলি ভারত ও পাকিস্তান দুটি দেশকেই ক্রমাগত সাবধান করছিল যাতে দুটি দেশই LOCর অভ্যন্তরে থাকে। ভাগ্য ভাল ভারত LOC অতিক্রম করেনি আর পাকিস্তান শেষ পর্য্যন্ত ভারতের আক্রমনের চাপে LOC র ভেতরে ফিরে আসে। তখনই যুদ্ধের ওপর যবনিকা পরে ।


Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions