পদ্মা সেতুর নাট-বল্টু খোলা নিয়ে যে ঘটনার সৃষ্টি হয়েছে, তা কি একটি বিশাল ষড়যন্ত্র বলে মনে করেন?

1 Answers   8.2 K

Answered 3 years ago

সরকারি সময় সীমা, শেষ সময় খুব হুড়োহুড়ির জন্য সামান্য দু একটা মানবিক ভুল ভ্রান্তি প্রায়শই হয়ে থাকে।

সেটি এইভাবে টিকটকে তুলে ধরা ঠিক না বেঠিক বিতর্ক আছে।

কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে, এই স্টান্টবাজি, এই সস্তার প্রচার সুখ এখন ষড়যন্ত্রের থেকেও বেশী উদ্বেগের। এই স্টান্টবাজি করতে গিয়ে যৌবনেই অনেকেই জীবন দিতে হয়। অনেককে এই রকম জাতীয় লজ্জা টিকিটকের মাধ্যমে মোবাইলে ছড়িয়ে দিয়ে, জটিল আইনি সমস্যাকে আহ্বান করে বসেন।

Abu Toha
abutoha02
108 Points

Popular Questions