পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও গণিত এই চারটি বিষয়ের থেকে কঠিন ও উন্নত বিষয় নিয়ে বিজ্ঞানের অন্য স্ট্রীম আবিষ্কার বা অনুসন্ধান করা কি সম্ভব? বিজ্ঞানীরা কি চেষ্টা করছেন?

1 Answers   14.5 K

Answered 3 years ago

প্রশ্নটা অদ্ভুত । কী জানার উদ্দেশ্যএ এই প্রশ্ন সেটাও বোঝা যাচ্ছে না । বিজ্ঞানীরা চেষ্টা করছেন বিজ্ঞানের সমস্ত শাখাকে কোনো Unified theory দিয়ে সরল ভাবে ব্যাখ্যা করতে । এইজন্য তাঁরা Reductionism এর সাহায্য নিয়েছেন অর্থাৎ খন্ড খন্ড করে ভেঙে মৌলিক অংশটা বোঝার চেষ্টা করছেন এখন পর্যন্ত মানুষের জানা সমস্ত বিজ্ঞান দিয়ে । সেখানে physics , chemistry , biology , mathematics , nano technology , quantum theory ইত্যাদি সবই কাজে লাগানো হয় । কিন্তু জ্ঞান যতই বাড়ছে দেখা যাচ্ছে আসল রহস্য সত্যিই দুর্বোধ্য । নানা রকম অনুমান করতে হচ্ছে কারণ কোনো laboratory তে সেগুলো পরীক্ষা করা যায় না । যেমন ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রথম মুহূর্তগুলোতে কি হয়েছে ।

Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions