পড়াশোনা ঠিক রেখে এমন কিছু কাজের নাম বলবেন কি, যাতে করে পড়াশোনার খরচ চালানো যায়?

1 Answers   12.1 K

Answered 2 years ago

ভাই এমন কিছু কাজ যা পড়ালেখা ঠিক রেখে করা যাবে অর্থাৎ তাতে পড়ালেখার কোনো ক্ষতি হবে না, সেটা হলো

১। টিউশনি

২। ফেসবুক মার্কেটং বা বুস্টিং ( আপনার নিজ বাসায় বসে করতে পারবেন।

৩। ফ্রিল্যান্সিং ( গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটং) ইত্যাদি

আমি মুলত আমার পড়ালেখা এবং বই এর টাকা বিভিন্ন অন্য কাজের টাকা নিজের ইনকাম এ টাকা দিয়ে চাহিদা মেটায়। যেমনঃ আমি টিউশন করি, পোস্ট বুস্টিং করি এবং গ্রাফিক্স এবং ডাটা এন্ট্রি কাজ করি)।

ধন্যবাদ।

Raha
Raha
230 Points

Popular Questions