'পটল তোলা' কথাটির প্রচলন কিভাবে হল?

1 Answers   9.5 K

Answered 3 years ago

মজার প্রশ্ন!

সত্যিই তো কেন বলে?

তিনটি সম্ভাব্য কারণ নেট ঘেঁটে পেলাম, যার মধ্যে প্রথমটি সর্বাধিক প্রচলিত।

আপনার কোনটি সঠিক মনে হয় জানাবেন।

একটি পটল গাছের সবগুলি পটল তুলে ফেললে গাছটি মারা যায়, তাই পটল তোলা মানে মৃত্যু।

চোখের অপর নাম অক্ষিপটল, মারা গেলে চোখ উল্টে যায় তাই পটল তোলা বলে।

মৃত ব্যক্তির পট বা পরিধেয় বস্ত্র তুলে রাখতে হয়, সেই পট তোলা থেকে নাকি কালক্রমে পটল তোলা হয়েছে।

খবরের কাগজের লিংকটি দিয়ে দিলাম, পড়ে দেখবেন

Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions