পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করা একজন ছাত্র ওই শ্রেণীর একজন ছাত্রীকে প্রেম নিবেদন করলে, একজন শিক্ষক হিসাবে আমার করণীয় কী?

1 Answers   6.1 K

Answered 3 years ago

এমন ঘটনা আমার শিক্ষকজীবনেই ঘটেছিল। একদিন পঞ্চমশ্রেনীর ক্লাস নিতে গেছি, অমনি দুজন পুঁচকে ছেলে আমার কাছে দৌড়ে চলে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে খুব উত্তেজিত। বুঝতেই পেরেছি নিশ্চয়ই কারুর নামে নালিশ করতে এসেছে। নাম পরিবর্তন করে ঘটনাটি বিবৃত করলাম।

পুঁচকেরা: ম্যাম ম্যাম, সুপ্রিয় না রাজশ্রীকে I love you বলেছে।

আমি (গুরুত্ব না দিয়ে) : তাতে কি হয়েছে?

পুঁচকেদ্বয় অবাক, ক্লাস থমথমে।

আমি: I love you মানে কি?

পুঁচকেরা (ইতস্তত করে): আমি তোকে ভালবাসি।

আমি: তাহলে? আমরা তো সবাই সবাইকে ভালোবাসি। এই যে আমি তোদের কতো ভালোবাসি, সুপ্রিয়কে ভালোবাসি, রাজশ্রীকেও ভালোবাসি। তোরা ওদের ভালবাসিস না? বাবা মাকে, আমায়, বাকি ম্যামদের ভালবাসিস না?

পুঁচকেরা: হ্যাঁ।

আমি: তাহলে আবার কি।

(সুপ্রিয়র দিকে তাকিয়ে) : এরকম কথা আর বলবি না। বাকিরা দুঃখ পাবে। শুধু রাজশ্রী কি তোর বন্ধু? সবাই তো তোর বন্ধু। নে এবার যে যার বই বার কর। আজ বোর্ডে ডাকবো, না পারলে বাইরে বার করে দেবো।

ওই শুনে সকলের মাথা থেকে একটু আগের ঘটনা বেমালুম উড়ে গিয়ে মুখ শুকিয়ে গেলো।

আমি এই ঘটনাটিকে গুরুত্ব দিই নি বা সকলের সামনে ওদের বকাবকি করিনি। যে জিনিস জোর করে বারণ করা হয়, বাচ্চারা সেদিকেই আগে ঝোঁকে। আমি চাইনি যে অন্য বন্ধুরা ওই ঘটনা নিয়ে ওদের কোনোরকম বিরক্ত করুক এবং তার জন্য ওই বাচ্চাটি রেগে গিয়ে ওদের সাথে মারপিট করুক। এর পরে আর কখনও এইসব নিয়ে ওদের ক্লাসের কারুর কোনো অভিযোগ পাইনি।

Emon Khan
emonkhan
200 Points

Popular Questions