পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য কী কী প্রয়োজন?

1 Answers   4.2 K

Answered 2 years ago

যে সংখ্যা পদ্ধতিতে কোন অংকের স্থানীয় মান পরিবর্তিত হলে সংখ্যাটির মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার:- i. Binary — এর ভিত্তি 2 ii. Octal — এর ভিত্তি 8 iii. Decimal — এর ভিত্তি 10 iv. Hexa-decimal — এর ভিত্তি 16 এই চার প্রকার সংখ্যার রূপান্তর করতে হলে সংখ্যাটির কি প্রকার তা আগে জানতে হবে। তারপর ঐ অনুসারে সংখ্যাটির মানের রূপান্তর করতে হবে।
Niloy Shek
niloyshek
330 Points

Popular Questions