Answered 3 years ago
প্রোগ্রামিং এর জন্য ল্যাপটপ আমার একদমই পছন্দ নয়, এর জন্য ডেস্কটপ কম্পিউটার কিনুন। ডেস্কটপ একদিকে যেমন কম দাম, অন্যদিকে এতে কাজ করে বাড়তি একটা আত্মতৃপ্তি আসে।
যাই হোক, বেসিক লেভেলের প্রোগ্রামিং এর জন্য আপনি Core i3+, >1.8GHz ক্লকস্পিড, 4GB মেমোরি এবং 500GB স্টোরেজ এর স্পেকটা মিনিমাম হিসেবে ধরে নিয়ে কাঙ্ক্ষিত মডেল বাছাই করতে পারেন।
Heavy ডেভেলপমেন্টের জন্য মিনিমাম 8GB RAM, 3.6GHz ক্লকস্পিড এবং 1TB স্টোরেজ রিকমান্ড করা হয়, রেন্ডারিং রিলেটেড কাজের জন্য গ্রাফিক্স কার্ডও সংযোজন করতে হতে পারে।
প্রথম স্পেক-এ মোটামুটি মানের ল্যাপটপের দাম পড়বে ৩০ থেকে ৩৫ হাজার টাকা, ডেস্কটপ হলে ২৫০০০ এর মধ্যেই পাবেন।
দ্বিতীয় স্পেক সহ কিনতে চাইলে ল্যাপটপ ৫০০০০ এর কিছু কম-বেশি, ডেস্কটপ ৩৫ থেকে ৪০ হাজারের এর মধ্যেই পেয়ে যাবেন।
nrrana publisher