Answered 2 years ago
এখানে দেখা যাচ্ছে যে, সেনা, বিমান, নৌবাহিনী - এর মধ্যে থেলে যে কেউ ক্যু করতে পারে। কিন্তু, ক্যু সফল হয় শুধুমাত্র সেনা বাহিনীর ক্ষেত্রেই।
এর কারণ বোঝা এত কঠিন কিছু না।
কারণ হচ্ছে, আকাশে বা সাগরে মানুষ বসবাস করে না। মানুষ বসবাস করে মাটিতে। দেশের সরকার মাটিতেই থাকে। সেনাবাহিনীও মাটিতে থাকে। কাজেই, তাঁদের ক্যু সফল হবে সেটাই স্বাভাবিক।
পুলিশ ক্যু করে না কারণ পুলিশ সামরিক বাহিনী (Military - Wikipedia
) না। পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অর্থাৎ, পুলিশের হাতে ভারী অস্ত্র থাকে না।
sumona publisher