Answered 3 years ago
নোকিয়া সময়ের সাথে আপডেট হতে পারেনি তাই তারা ব্যর্থ হয়েছে। তারা গুগলের অ্যান্ড্রয়েড কে নিজেদের ফোনে ব্যবহার করেনি কিন্তু অন্যান্য সব কোম্পানি এন্ড্রয়েড ব্যবহার করে বাজারে তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে। নকিয়া নিজেদের সিম্বিয়ান নিয়েই পড়ে ছিল। সময়ের সাথে সিমবিয়ানকে আপডেট না করার কারণে এবং অপেক্ষাকৃত জটিল অপারেটিং সিস্টেম উইন্ডোজ কে নিজেদের ফোনে ব্যবহার করার কারণেই নোকিয়া ব্যর্থ হয়।
raselrana publisher