Answered 3 years ago
নেপোটিজ্ম (nepotism) কথাটির অর্থ হল স্বজনপোষন বা আত্মীয়পোষন। অর্থাৎ কোনও একটি পেশাতে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্বেও নিজের পরিচিতি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের কাছের লোককে সুপারিশ করা ও সেই কাজ পাইয়ে দেওয়া।
স্বজনপোষন/আত্মীয়পোষণ বা নেপোটিজ্ম (nepotism) ভারতীয়দের রন্ধ্রে রন্ধ্রে। রাজনীতিতে এর নির্লজ্জ উদাহরণ আপনারা গান্ধী, সিন্ধিয়া, যাদব পরিবারগুলিতে দেখতেই পাচ্ছেন। ভাবুন দেখি, রাবড়ি দেবী কীভাবে বিহারের মুখ্যমন্ত্রী হন যেখানে কিনা তখন তিনি নাম সই পর্যন্ত করতে পারতেন না এমনকি মুখ খুলে একটা কথাও বলতে পারতেন না। ভাবুন, কিভাবে একটি পরিবার দশকের পর দশক ধরে একটি সর্বভারতীয় রাজনৈতিক দলকে পারিবারিক সম্পত্তির মত নিয়ন্ত্রণ করে চলতে পারে। নেহেরু-ইন্দিরা-সঞ্জয়-রাজীব-সোনিয়া-রাহুল পেরিয়ে প্রিয়াঙ্কা ও তাঁর ছেলে মেয়েও আসবে এই লাইনে।
চলচ্চিত্র জগৎও পিছিয়ে আছে না কি?
বলিউড এর প্রথম সারির প্রায় আদ্ধেক অভিনেতা অভিনেত্রী আজ নেপোটিজ্ম এর প্রোডাক্ট। হতে পারে তাঁদের অনেকেই ভালো অভিনেতা অভিনেত্রী, কিন্তু তাঁদের বেশিরভাগ জনই সুযোগটা তো নেপোটিজ্ম এর দৌলতেই পেয়েছেন।
কাকে ছেড়ে কার কথা বলব? আমি রণবীর কাপুর, ঈশান খাট্টার এঁদের মত কয়েকজনকে, যাঁরা অভিনয়টা ভালো করেন, বাদ দিলেও তালিকাটি লম্বা। আপনি কি মনে করেন অর্জুন কাপুর, কিম্বা সোনাক্ষি সিনহারা বড় বড় ব্যানারের এত এত ছবি পাওয়ার যোগ্য?
সে যাক। আমার এই উত্তরটি লেখার আসল উদ্দেশ্য হল কীভাবে মিডিয়া (সংবাদমাধ্যম) খুব সুচারুভাবে নেপোটিজ্ম কে আমাদের প্লেটে সাজিয়ে দিচ্ছে আর কীভাবে প্রভাবশালী ব্যক্তিরা মিডিয়া কে হাতিয়ার করে একজন কাছের লোককে আমাদের মাঝে স্টার হিসেবে পরিবেশন করছেন, সে সম্বন্ধে আপনাদের জানানো।
shezakhan publisher