Answered 2 years ago
আল-হামদুলিল্লাহ
আপনার প্রশ্নসমূহ:
১- প্রশ্ন: নিয়ামতের শুকরিয়া আদায় করা ইবাদত নয় কি?
উত্তর: হ্যাঁ, নিয়ামতের শোকর আদায় করা ইবাদত।
২- প্রশ্ন: যদি জবাব হ্যাঁ হয়,তাহলে নবিজি কি আমাদের জন্য নিয়ামত নয়?
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যে নিয়ামত।
৩-প্রশ্ন: উনার সম্মানে কোন নেক আমল করলে তা কেন ইবাদত হবে না?
উত্তর: এখানে প্রশ্নটি খুব অস্পষ্ট। এখানে আপনার উদ্দেশ্য কী তা আমি জানি না।
উনার সম্মানে ইবাদত করার ধরন কী ও কেমন হতে পারে একটু স্পষ্ট করে বলবেন। কারণ, উনার সম্মানে ইবাদত করে আপনি উনার উম্মাত থেকে খারিজ ও কাফির হতে পারেন। তাই বিষয়টি আপনার ব্যাখ্যার ওপর নির্ভরশীল।
এবার বলি, উনার কৃতজ্ঞতা ও শোকর কিভাবে আদায় করবো? উনার কৃতজ্ঞতা প্রকাশ একটি তার জীবিত অবসন্থায় হতে পারে অপরটি তার মৃত্যুর পরের অবস্থায় হতে পারে। জীবিত অবস্থায় তার কৃতজ্ঞতা হলো, জান-মাল দিয়ে তাকে সুরক্ষা দেওয়া, তার ইলম ও আদর্শ শিক্ষা করা, নিজে তার ওপর আমল করা ও অপরকে তার দিকে আহ্বান করা।
আর মৃত্যুর পর শোকর হলো, তার ইলম ও আদর্শ শিক্ষা করা, নিজে তার ওপর আমল করা ও অপরকে তার দিকে আহ্বান করা। ধন্যবাদ।
nasrinnahar publisher