Answered 3 years ago
হুয়ানা মারিয়া ঊনবিংশ শতাব্দির শুরতে জন্মগ্রহণ করেন। এই হুয়ানা নামটাও তার নয়, যারা তাকে খুঁজে পেয়েছিল তারা দিয়েছেন। তার প্রকৃত নাম, জন্ম সাল, মাস কিংবা তারিখ কোনোটাই জানা যায় নি।
হুয়ানা মারিয়া ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলের সান নিকোলাসের একটি প্রত্যন্ত দ্বীপে আটকে পড়েছিলেন দীর্ঘ ১৮ বছর! সেখানে তিনি পোশাক পরিধান করেন পাখির পালক দিয়ে বানানো নিজ হাতে তৈরি পোশাক। তার খাবার ছিলো কাঁচা ও শুকনো মাংস। তিনি যে স্থানে রাত্রিযাপন করতেন তা ছিলো মৃত প্রাণীর হাড় দিয়ে তৈরি!
১৯৬০ এর দশকের জনপ্রিয় উপন্যাস ‘আইল্যান্ড অফ দ্য ব্লু ডলফিন্স’ স্কট ওলেড হুয়ানা মারিয়ার আত্মজীবনী কে কেন্দ্র করেই রচনা করেছিলেন।
Kabir Hasan publisher