নিরাপত্তা ফিউজে নিম্ন গলনাঙ্কের শঙ্কর ধাতু ব্যবহার করা হয় কেন?

1 Answers   10.3 K

Answered 2 years ago

শঙ্কর ধাতু কেন ব্যবহার করা হয় ? দুটো ধাতুর নির্দিষ্ট অনুপাতে বা শতকরাতে সর্বনিম্ন গলনাঙ্ক পাওয়া যায়। এই মিশ্রণ কে eutectic mixture বলা হয়। যখন বাল্ব, ফ্যান টি ভি ইত্যাদি চলে তখন এটাকে closed circuit বলে। যখন এগুলো চলে না তখন open circuit বলে। যদি হঠাৎ করে কোন কারনে voltage বৃদ্ধি পায় তখন বৈদ্যুতিক তার র তাপমাত্রা বৃদ্ধি পায় এবং যে কোন ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ঐ সময় ততক্ষনাৎ ফিউজ গলে গিয়ে circuit কে open করে বিপদমুক্ত করে। আজকাল অনেক ক্ষেত্রেই ফিউজ র পরিবর্তে MCB বা Miniature Circuit Breaker ব্যবহৃত হয়ে থাকে।


Saker
Saker
463 Points

Popular Questions