নিজের সব চেয়ে প্রিয় বন্ধুর বোনকে বন্ধুর অমতে বিয়ে করা কি ঠিক হবে? আপনার কী মতামত?

1 Answers   3.7 K

Answered 3 years ago

এই প্রশ্নের উত্তর দেয়ার সবচেয়ে যোগ্য ব্যাক্তি মনে হয় আমি আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুর ছোট বোন কে বিয়ে করেছি এক বসর আগে দুই ফ্যামিলির মতে । আমাদের সম্পর্কের কথাটা সবার আগে আমি আমার বন্ধুকেই জানিয়েছিলাম। আমার বন্ধু আমার কথা শুনার পর শুধু বলেছে সালা সালা( হা হা হা) । আমার বন্ধুকে জানানোর ২৯ দিনের মাথায় আমাদের বিয়ে হয়ে যায় সব সময় সালা সালা যাকে বলতাম সে সত্যিই সালা হয়ে গেলো যদিও বউয়ের বড়ভাইকে আমাদের দেশে সবাই সম্বন্ধি বলে। আফসোস আমার নিজের কোনো ছোটবোন নেই থাকলে আমি আমার বোনকেও তার সাথে বিয়ে দিয়ে দিতাম।

যাই হোক আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলব আপনি যদি সত্যি আপনার বন্ধুর বোনকে ভালোবাসেন তাহলে সবার আগে আপনার বন্ধুকেই বললে ভালো হয় । আপনার বন্ধুকে না জানিয়ে যদি আপনি কিছু করতে চান তাহলে আপনি আপনার প্রিয়বন্ধু কে শত্রু বানিয়ে ফেলবেন আর বন্ধু যখন শত্রু হয়ে যাবে তখন আপনার সাথে ভালো কিছু হবে না । আপনি বন্ধু মহলে বিশ্বাস হারাবেন আপনি তখন হয়ে যাবেন খুবই জঘন্য একজন মানুষ।

Fensi Nahar
fensinahar
312 Points

Popular Questions