Answered 2 years ago
কাউকে বেশি পাত্তা দিতে নেই। অত্যধিক পাত্তা দিলে সে গাছে উঠতে পারে। কাজেই পাত্তা হতে হবে সামঞ্জস্যপূর্ণ। লেবু বেশি কচলালে যেমন তিতা হয়ে যায়, তেমনি কাউকে বেশি মাখামাখি করলে কিংবা কাউকে বেশি আদর যত্ন বা বেশি কেয়ার করলে সে কখনোই আপনার ভালোবাসার মর্ম বুঝবে না। কাজেই নিয়ম হলো পরিমিত পরিমাণে ভালোবাসা।
abubakkar publisher