Answered 2 years ago
অনেকবার মনে হয়েছে। এমনকি প্রতি মাসেই মনে হয়। প্রত্যেক মাসের মাঝখানে অর্থাৎ ১০-২০ তারিখের দিকে হাতে খুব টাকার টানাটানি পড়ে যায়। এই সময়টা নিজেকে বলি আগামী মাস থেকে আর বই কিনবো না। কারণ প্রতি মাসে বইয়ের পেছনে ৫০০-১০০০ টাকা খরচ হয়। তাই শপথ নিই যে, আর বই কিনবো না। কিন্তু মাসের প্রথমে বেতন হাতে আসার আগেই আমি বই কিনে ফেলি। এটা আমাকে খুব ভোগায়।
একবার এক ছাত্রী একটা গণিতের সমাধান জিজ্ঞেস করেছিল পরীক্ষা চলাকালীন সময়ে। আমি উত্তর দিতে পারি নি। ছেলেটা ফেল করেছিল। সেই অপরাধ বোধ আজও মাঝে মাঝে খারাপ লাগে।
স্কুলের আশেপাশের অনেক মেয়ের বাল্যবিয়ে হয়ে যায়। আমি তাদের জন্য কিছু করতে পারি না। এটাও আমার মনে অপরাধ বোধ জাগায়।
hafizakhatun publisher